
৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ ই নভেম্বর জাপানের টোকিও শহরের হিগাসি জুজু ফুরে আই কাইকানে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাপান শাখার একাংশের উদ্দোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭ই নভেম্বর উদযাপন কমিটির সভাপতি ও সাবেক জাপান বিএনপির সভাপতি জনাব ঢালী নুর এ আলম (নুর আলী) সাহেব ।
বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন। সাবেক জিয়া সাইবার ফোর্স জাপান শাখার সভাপতি জনাব খবির উদ্দীন সাহেব ।সাবেক জাপান যুব দলের সাধারন সম্পাদক শেখ মাকসুদ
সাবেক জিয়া সাইবার ফোর্স জাপান শাখার সাধারন সম্পাদক আখতারুজজামান কিরন।
অনুষ্ঠান সঞ্চালনাকরেন সাবেক যুব নেতা মিজান ফারুক ।
অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের জীবনের ৭ ই নভেম্বর ঘটনা সম্পর্কে বকতব্য উপস্থাপন করেন এবং জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের আদর্শ সম্পর্কে বকতব্য রাখেন ।
সভাপতি উনার বক্তব্যে জাপান বিএনপিকে শক্তিশালী করতে একতার বিকল্প নেই এর উপর জোড় দেন । সবাইকে ভেদাভেদ ভুলে জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য ঐক্যমতের রাজনীতির আহবান জানান।
সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে সভা শেষ হয় । সভায় বিএনপি জাপান শাখা ও অংগসংগঠনের নেতৃবৃনদ গন উপস্হিত ছিলেন।