
ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১৪ই মার্চ থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
২০শে মার্চ পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে। এই সময়ের মধ্যে যাত্রীরা ২৪শে মার্চ থেকে ৩০শে মার্চের ট্রেনের অগ্রিম টিকিট কিনতে পারবেন।
রোববার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৪শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৪ই মার্চ; ২৫শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৫ই মার্চ; ২৬শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ই মার্চ; ২৭শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ই মার্চ; ২৮শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ই মার্চ; ২৯শে মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯শে মার্চ এবং ৩০শে মার্চের টিকিট বিক্রি করা হবে ২০শে মার্চ।
আরও জানানো হয়েছে, চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১শে মার্চ, পহেলা ও দোসরা এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে স্টেশনের টিকেট কাউন্টার থেকে পাওয়া যাবে। ঈদ যাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং এক্ষেত্রে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন। কোনো টিকিট রিফান্ড করা যাবে না।
এ সময় উপস্থিত ছিলেন- রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক।
এবার ঈদযাত্রায় প্রতিদিন ঢাকা থেকে ৩৫ হাজার ৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহনের জন্য ট্রেনে অতিরিক্ত ইঞ্জিন ও কোচ সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে।